
প্রেস বিজ্ঞপ্তি
ডেল্্টা লাইফের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ডেল্্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১১ জুন ২০১৭, রবিবার, কোম্পানীর নিজস্ব ভবন ডেল্্টা লাইফ টাওয়ার, প্লট # ৩৭, রোড # ৯০, গুলশান সার্কেল-২, ঢাকাতে অনুষ্ঠিত হয়। কোম্পানীর পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান জনাব মনজুরুর রহমান উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় ২০১৬ সালের নিরীক্ষিত হিসাব ও বার্ষিক প্রতিবেদন অনুমোদন করা হয়। সভায় উক্ত বছরের জন্য প্রতিটি ১০ টাকার শেয়ারের জন্য ২০% শতাংশ হারে নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভাপতির বক্তব্যে জনাব মনজুরুর রহমান সম্মানিত শেয়ারহোল্ডারদের স্বাগত জানিয়ে বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের জনগণকে গুণগত মানসম্পন্ন বীমাসেবা প্রদান করা। লাইফ ফান্ডের সর্বোত্তম বিনিয়োগ নিশ্চিত করা, যাতে বীমাগ্রাহকদের সর্বোচ্চ বোনাস এবং শেয়ারহোল্ডারদের সর্বোচ্চ লভ্যাংশ দেওয়া যায়। একই সঙ্গে কোম্পানীর টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা”।
২০১৬ সালে ডেল্্টা লাইফ প্রিমিয়াম আয় করেছে ৫৮৮.৬৬ কোটি টাকা, বিনিয়োগ ও অন্যান্য খাত থেকে আয় করেছে ২৯১.৯৪ কোটি টাকা। ২০১৬ সাল শেষে কোম্পানীর লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৩,৪৭৫ কোটি টাকা। ডেল্্টা লাইফের এই অগ্রযাত্রায় সম্মানিত শেয়ারহোল্ডারগণ কোম্পানীর সাথে থাকায় জনাব মনজুরুর রহমান তাঁদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বার্ষিক সাধারণ সভায় কোম্পানীর পরিচালকবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) আদিবা রহমান, এসিআইআই (ইউকে), একজিকিউটিভ ডাইরেক্টর ও ইনচার্জ-বোর্ড এ্যাফেয়ার্স জনাব চৌধুরী কামরুল আহসান এবং পরিচালনা পর্ষদের সদস্য জনাব আজিজ আহমেদ, জনাব যেয়াদ রহমান, জনাব এম. আনিসুল হক এবং কনসালটেন্ট জনাব স্বপন কুমার সরকার সহ ঊর্ধŸতন কর্মকর্তাগণ ও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন।